বুধবার ১২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ফরাসি শাসন মুক্তির ৭৫তম বর্ষ, চন্দননগরে পথচলা শুরু হল হেরিটেজ রিসার্চ সেন্টারের

Pallabi Ghosh | ১১ মার্চ ২০২৫ ১৭ : ৫৮Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: চলছে চন্দননগরের ফরাসি শাসন মুক্তির ৭৫তম বর্ষ। বাস্তব রূপে চন্দননগরের ইতিহাসের পাশাপাশি হেরিটেজ সংরক্ষণ এবং মূল্যায়নের লক্ষ্যে গৃহীত প্রচেষ্টা। মঙ্গলবার চন্দননগর কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল কলেজের এই প্রচেষ্টাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। 

আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে হেরিটেজ রিসার্চ সেন্টার, চন্দননগর। প্রাথমিকভাবে এই রিসার্চ সেন্টার চন্দননগরের স্পর্শযোগ্য এবং স্পর্শাতীত হেরিটেজ সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করবে। গত ১৮ এপ্রিল ২০২২ আন্তর্জাতিক হেরিটেজ দিবসে চন্দননগরের মেয়রের উপস্থিতিতে যাত্রা শুরু করে চন্দননগর কলেজের ঐতিহ্য অধ্যয়ন কেন্দ্র। পরবর্তীকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী সমিতির সভায় হেরিটেজ অধ্যয়ন কেন্দ্রের প্রস্তাবকে স্বীকৃতি দেওয়া হয়। এই প্রসঙ্গে চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিষ সরকার জানিয়েছেন, টানা তিন বছর ধরে হেরিটেজ সংরক্ষণে গবেষণা চলেছে। তবে সেই রিসার্চের পরিধি কলেজের মধ্যেই আবদ্ধ ছিল। এদিন সেই রিসার্চ সেন্টারকে উন্মুক্ত করে দেওয়া হল সকলের জন্য। অর্থাৎ নাগরিক সমাজকে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হল। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে চন্দননগর কলেজ প্রাক্তনী এ্যাসিসিয়েশন। ফলে যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই রিসার্চ সেন্টারের লক্ষ্য চন্দননগরের সকল স্তরের মানুষকে এই গবেষণার অন্তর্ভুক্ত করা। কলেজ বাউন্ডারির বাইরে বেরিয়ে এই গবেষণাকে সমাজের চর্চার মধ্যে আনা। 

তিনি মনে করেন, ১৯৫০ সালের ২ মে চন্দননগর স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের প্ল্যাটিনাম জয়ন্তীর প্রাক্কালে এই ঐতিহ্য অধ্যয়ন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, ঐতিহ্য সংরক্ষণের এক অঙ্গীকার। ফরাসি আমলে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠা। পরবর্তী সময়ে ছাত্র-শিক্ষকদের বিপ্লবী কর্মকাণ্ড। সেই নিরিখে টানা ২৩ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা। আবার অগ্রগতির পথে এগিয়ে চলা। বস্তুত চন্দননগর কলেজের বিবর্তনের যে ইতিহাস সমৃদ্ধ, রোমাঞ্চকর পাকদণ্ডীর এক সংক্ষিপ্ত পরিক্রমা নিয়ে প্রকাশিত বই 'মন হিস্টরি, চন্দননগর কলেজ'। 

লিখেছেন, দেবাশিষ সরকার, অবিন চক্রবর্তী, চন্দনা ব্যানার্জি, সৌমী চ্যাটার্জি, সোমা ভট্টাচার্য্য। আত্মকথার আদলে লিখিত এই বইয়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্রমবিকাশ ও অগ্রগতির এই অসামান্য আখ্যান। তুলে ধরা হয়েছে, সাম্প্রতিক কয়েক বছরের পুনর্গঠন এবং সংস্কারের ইতিহাস। সরকারি কলেজ কেন্দ্রীয় বিচারে ন্যাকের তরফে এ+ গ্রেড প্রাপ্তি। পাশাপাশি সশস্ত্র বিপ্লবীদের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত একটি সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে কলেজের হেরিটেজ ভবনে। যে সংগ্রহশালা ইতিমধ্যেই দেশী-বিদেশী পর্যটকদের আকর্ষিত করেছে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ দুটি বই 'কলেজ ডুপ্লেক্স টু চন্দননগর কলেজ: দ্যা জার্নি ফ্রম রেভলিউশান টু ইমেন্সিপেশন' এবং 'চন্দননগর এ সিটি অফ হেরিটেজ'। এদিন আয়োজিত অনুষ্ঠানে প্রকাশিত তিনটি বই তুলে দেওয়া হয় চন্দননগরের মহা নাগরিক এবং উপ মহা নাগরিকের হাতে। 
ছবি: পার্থ রাহা


Heritage Research Centre ChandannagarChandannagar

নানান খবর

নানান খবর

কোন্নগরে দুটি মন্দিরে দুঃসাহসিক চুরি, ধৃত এক

ব্যবসায়ীর জুতো সরিয়ে রেখে অভিনব কায়দায় ক্যাশবাক্স লুট! 

জমি ঘিরে বিবাদ, ইট-হাতুড়ি দিয়ে প্রৌঢ়কে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে

গ্রেপ্তার প্রাক্তন ব্যক্তিগত সচিব, দূরত্ব তৈরি করলেন অধীর

কারখানার গেটে জমায়েত করা যাবে না, রেয়ন কর্তৃপক্ষের ফতোয়া জারির পর ক্ষুব্ধ শ্রমিক সংগঠন

৫০ বছর পর মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল বিরল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের

বেসরকারি স্কুলে লাগামহীন বেতন, নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য সরকার, বিধানসভায় জানালেন ব্রাত্য

আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল স্কুল, মিড ডে মিলের রান্নার সময় প্রেসার কুকার ফেটে ভয়াবহ দুর্ঘটনা

তিন গুণ বেশি পার্কিং ফি নেওয়া হচ্ছে এই রেল স্টেশনে, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

হুইসল নয়, বাজবে সঙ্গীত, গানে গানে হবে আবর্জনা সংগ্রহ

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মুম্বইয়ে বিষাক্ত গ্যাসে মৃত মুর্শিদাবাদে চার পরিযায়ী শ্রমিক

সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার, পিটিয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার এক অভিযুক্ত

যাদবপুর-কাণ্ড নিয়ে সরব, শিক্ষাপ্রাঙ্গণকে নৈরাজ্য মুক্ত করতে ডাক রাজ্যের অধ্যাপক সংগঠনের

ফুচকা বানাতে গিয়েই বড় বিপদ, পরিস্থিতি সামলাতে ছুটল দমকলের ইঞ্জিন

রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল


সোশ্যাল মিডিয়া